হবিগঞ্জে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

0
1

হবিগঞ্জে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা।

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মনের মাধুরী মিশিয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। আগামী ২০ অক্টোবর থেকে শুরু হয়ে ২৪ অক্টোবর পর্যন্ত ৫ দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠিত হবে। এ উপজেলায় এবছর ৮৬টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষে ব্যয়বহুল প্রতিমা তৈরিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন কারিগররা। বেশ কয়েকটি পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে, কারিগররা প্রতিমা তৈরির মাটিসহ নানা রঙ ও ডিজাইনের কাজ করছেন। পূজার দুই থেকে তিন মাস আগ থেকেই শুরু হয়ে যায় প্রতিমা তৈরির কাজ। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না।
পূজা আয়োজন কমিটির সাথে কথা বলে জানা গেছে, কেউ কেউ প্রতিমা তৈরির কারিগর সংকটের কারনে মাধবপুর, শ্রীমঙ্গল ও নরসিংদী হতে প্রতিমা সংগ্রহ করা হচ্ছে। তারা জানান, এবারে চুনারুঘাটে সর্বমোট ৮৬টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। ৭৫টি সার্বজনীন ও ১১টি ব্যক্তিগত পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বলেন, উপজেলা প্রশাসন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

কোন মন্তব্য নেই