জি-নিউজ ডেস্ক :: বিভিন্ন দেশ থেকে গত ২০ দিনে হবিগঞ্জে ফিরেছেন ২ হাজার ৫৯৫ জন প্রবাসী। তাদের দুই সপ্তাহ হোম কায়ারেন্টাইনে রাখার কথা থাকলেও মানছেন না কেউই। প্রবাস থেকে আসা ২ হাজার ৫৯৫ জনের মধ্যে কোয়ারেন্টাইনে রয়েছেন মাত্র ৫৩ জন। বিষয়টি নিয়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে ।
করোনাভাইরাস প্রতিরোধ হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, গত ১ মার্চ থেকে এখন পর্যন্ত হবিগঞ্জে ২ হাজার ৫৯৫ জন প্রবাসী দেশে ফিরেছেন। পুলিশ ও স্বাস্থ্য কর্মীরা তাদের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. এ.কে.এম মোস্তফিজুর রহমান বলেন- ‘জেলা পর্যায়ে করোনা ভাইরাস প্রতিরোধে ১২ সদস্য বিশিষ্ট একটি কমিটি রয়েছে। ওই কমিটি নিয়মিত বৈঠক করছে এবং সার্বক্ষণিক বিষয়টির খোঁজ-খবর নিচ্ছে। যেখানেই বিদেশ ফেরত লোক পাওয়া যাচ্ছে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হচ্ছে। যারা মানছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।’ তিনি বলেন- ‘হবিগঞ্জে মোট ৫৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।’