হবিগঞ্জে ম্যাক্সি কার উল্টে নিহত এক আহত সাতজন

0
16

হবিগঞ্জে ম্যাক্সি কার উল্টে নিহত এক আহত সাতজন

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জে যাত্রীবাহি ম্যাক্সি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দিলে গাড়িতে থাকা আবুল কালাম (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৭ জন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার দরিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক আবুল কালাম হবিগঞ্জ সদর উপজেলার পইল উত্তরপাড়া গ্রামের সুলেমান মিয়ার পুত্র।
জানা যায়, হবিগঞ্জ শহর থেকে একটি ম্যাক্সিযোগে বেশ কয়েকজন মাটি কাটার শ্রমিক দরিয়াপুর যাওয়ার জন্য রওয়ানা হন। পথিমধ্যে দরিয়াপুর এলাকার কাছাকাছি পৌছলে ম্যাক্সি গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ম্যাক্সিটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে উল্টে যায়। এতে ম্যাক্সিতে থাকা সবাই আহত হন।তাৎক্ষণিক স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন।
আহত অবস্থায় ইমন মিয়া (১৭), শাহিন মিয়া (১৯), রিমন মিয়া (৩৫), জুলহাস মিয়া (১৮), সাজিদ মিয়া (৫৫), হিমাংশু ধর (৪৫) ও আবু সালেক (২৯)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেন।

কোন মন্তব্য নেই