হবিগঞ্জে শিশু- কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
3

হবিগঞ্জে শিশু- কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি:: অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে হবিগঞ্জে শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় আরডি হলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অর্গ্যানিজেশন্‌ ফর দ্যা রেকগনিশন্‌ অফ্‌ বাংলা এ্যাজ এ্যান অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ্‌ দ্যা ইউনাইটেড নেশন্‌স হবিগঞ্জ শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। সকাল সাড়ে ১০ টায় সংগঠনের হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যস্থ সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য প্রকৌশলী আব্দুল মুনিম চৌধুরী বুলবুল, যুক্তরাজ্যস্থ নর্থইস্ট অঞ্চলের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান রানা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিদ্ধার্থ বিশ্বাস, শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: গোলাম মো: মঈন উদ্দিন ও আইএফআইসি ব্যাংক উমেদনগর শিল্প এলাকা উপ-শাখার ব্যবস্থাপক মো: আকবর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন চারুকলা শিক্ষক মোসাদ্দেক বাবুল, মীর কমর উদ্দিন এমরান, এডভোকেট সায়লা খান, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াসিন খা, সংগঠনের হবিগঞ্জ শাখার নির্বাহী সদস্য শাহ জয়নাল আবেদীন রাসেল, হবিগঞ্জ চারুকলা একাডেমির অধ্যক্ষ আশিস আচার্য প্রমুখ। প্রতিযোগিতায় দেড় শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে।
প্রসঙ্গত, জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতির দাবিতে ২০০৬ সালে যুক্তরাজ্যে সংগঠনটি গড়ে ওঠে। সংগঠনের কেন্দ্রীয় কমিটিসহ বিশ্বের বিভিন্ন দেশে শাখা সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন