এম এইছ চৌধুরী, জুনাইদ শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতাঃ হবিগঞ্জের ধুলিয়াখালে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে বাংলাদেশ বর্ডারগার্ড বিজিবি ৫৫ ব্যাটালিয়নকম্বল কর্তৃক কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ২৫ ডিসেম্বর বিকেলে ধুলিয়াখালে অবস্থিত নির্মাণাধীন কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়। এ ব্যপারে বিজিবি ৫৫ ব্যাটালিয়ন এর লেফটেন্যান্ট কর্নেল এম জাহিদুর রশীদ জানান, ২৫০ জন গরীব অসহায় ও হত দরিদ্র লোকের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। তারা যাতে কিছুটা হলেও শীত নিবরণ করতে পারেন। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে আমারা বিজিবির সহায়তায় আরও শীত বস্ত্র ও কম্বল বিতরণ করা হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী। এ কম্বল বিতরণকালে অন্যান্য বিজিবির সদস্যরাও উপস্থিত ছিলেন।