হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২

0
3

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের বাহুবলে মাছবােঝাই পিকআপের সাথে সিমেন্ট বােঝাই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার ঢাক-
সিলেট মহাসড়কের তগলী নামক স্থানে এ
দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- পিকআপচালক চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়েনের বালিয়ারী
গ্রামের বাহার মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৬) ও
হেলপার শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং (পূর্ব
নােয়াগাও) গ্রামের ছোয়াব আলীর ছেলে রিপন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, মঙ্গলবার ভোরে
সুতাং বাজার থেকে মাছবােঝাই পিকআপটি (ঢাকা মেট্রো নং ১৯-২৩২১) শ্রীমঙ্গল হয়ে জুড়ী যাওয়ার পথে ঢাকা সিলেট মহাসড়কের তগলী নামক স্থানে পৌঁছে। এসময় সিলেটগামী সিমেন্ট বোঝাই ট্রাক (ঢাকা
মেট্রো শ ১৩-০৫৭৩) তগলী নামক স্থানে
পৌঁছলে উভয় গাড়ির সংঘর্ষ হয়। এতে পিকআপটি
দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার মারা যায়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ও গাড়ি দুটি জব্দ করেছে। বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কোন মন্তব্য নেই