হবিগঞ্জে স্প্রে-চক্রের দুই সদস্য গ্রেফতার
হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের চুনারুঘাটে স্প্রে পার্টির আরও দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। শনিবার (২৯ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উবাহাটা ইউনিয়নের নতুন ব্রিজ এলাকা থাকে তাদের গ্রেফতার করে।
এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক বলেন, স্প্রে পার্টির একটি চক্র চুনারুঘাটে চেতনানাশক ওষুধ স্প্রে করে বিভিন্ন বাসাবাড়িতে চুরিসহ নানা অপরাধ করে আসছিল। ওই চক্রের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার চুনারুঘাট থানার পুলিশ স্প্রে পার্টির অপর দুই সদস্যকে আটক করেছে। আটককৃতরা হলো হবিগঞ্জ সদর উপজেলার ভাটপাড়া এলাকার মুক্কুর আলীর ছেলে রিপন মিয়া (২২), মাধবপুর উপজেলার খাটুরা এলাকার জলফু মিয়ার ছেলে মো. শাহীনকে (২৩)।