জি-নিউজ ডেস্ক :: হবিগঞ্জ জেলায় মোট ৯টি উপজেলা। নবঘোষিত শায়েস্তাগঞ্জ উপজেলা ব্যতিত ৮টি উপজেলায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপুর্ণ ভাবে উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৮টায় শুরু হয়ে এক টানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়েছে। নির্বাচন চলাকালে বানিয়াচং উপজেলার শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টাকালে আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে সহিংসতার ঘটনা ঘটে।
এতে প্রিসাইডিং অফিসার প্রভাষক জাহির আলম, পুলিশ কনস্টেবল জামাল উদ্দিন, আনসার সদস্যসহ ৬ জন আহত হন। সাথে সাথে ওই কেন্দ্রটি স্থগিত ঘোষণা করা হয়। ৮টি উপজেলায় ভোট গণনা শেষে যে ৮জন প্রার্থীকে উপজেলা চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে তারা হচ্ছেন।
১. হবিগঞ্জ জেলায়, হবিগঞ্জ সদরে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
২. নবীগঞ্জ উপজেলায়, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ফজলুল হক চৌধুরী সেলিম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
৩. লাখাই উপজেলায়, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
৪. চুনারুঘাট উপজেলায়, আওয়ামীলীগ মনোনীত সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
৫. আজমিরীগঞ্জ উপজেলায়, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মর্তুজা হাসান উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
৬. মাধবপুর উপজেলায়, জেলা বিএনপির সহ-সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান এসএফএএম শাহজাহান উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
৭. বাহুবল উপজেলায়, আম আদমী পার্টির নেতা সৈয়দ খলিলুর রহমান উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
৮. বানিয়াচং উপজেলায়, আওয়ামীলীগ মনোনীত বর্তমান ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।