হবিগঞ্জ বিএনপির নেতা-কর্মীরা ট্রেনে গেলেন সিলেট!

0
4

হবিগঞ্জ বিএনপির নেতা-কর্মীরা ট্রেনে সিলেট গেলেন!
হবিগঞ্জ প্রতিনিধি :: শনিবার সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে যোগ দিতে বিএনপির নেতা-কর্মীরা হবিগঞ্জ থেকে ট্রেনযোগে সিলেটে পৌঁছেন। হবিগঞ্জ জেলার নবীগঞ্জে বাস চলাচলে বাধা দেওয়ার প্রতিবাদ ও অবৈধ যানবাহন বন্ধের দাবিতে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। শুক্রবার (১৮ নভেম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। শুক্রবার সকাল হতে শায়েস্তাগঞ্জ, শাহজিবাজার, নোয়াপাড়াসহ বিভিন্ন স্টেশন থেকে সিলেটগামী প্রতিটি ট্রেনে ছিল উপচে পড়া ভীড়। জেলার বিএনপির নেতা-কর্মীরা দলে দলে ট্রেনে করে যাওয়ার ছবি ফেসবুকে পোস্ট করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক কর্মী বলেন, ‘ধর্মঘট দিয়ে আমাদের আটকাতে পারবে না। সমাবেশস্থলে আমরা গিয়ে পৌঁছাবোই।’ হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ বলেন, ‘বিএনপির বিভাগীয় সমাবেশে যেতে না পারার জন্যই পরিবহন ধর্মঘট। এ ধর্মঘট দিয়ে মানুষ আটকানো যাবে না।’ তিনি বলেন, ‘এর আগে, সিলেটের সমাবেশে যে পরিমাণ নেতা-কর্মী উপস্থিত হয়েছেন, এবার তার থেকেও বেশি সংখ্যক মানুষ জমায়েত হবেন। এখন শুধু নেতা-কর্মী নয়, সাধারণ মানুষও যুক্ত হচ্ছেন।’

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন