হবিগঞ্জ শহরে বিভিন্ন অপরাধে ৩ ফার্মেসীকে জরিমানা

0
37

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা :: হবিগঞ্জ শহরের সদর আধুনিক হাসপাতাল এলাকার ফার্মেসীতে অভিযান চালিয়ে বিভিন্ন আপরাধে ৩টি ফার্মেসী থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার ২৪ জানুয়ারি দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
এ ব্যাপারে উক্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ জানান, মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রয় ও অবৈধ নিষিদ্ধ ঔষধ সংরক্ষণের দায়ে ওই এলাকার নবীগঞ্জ ফার্মেসীকে ২ হাজার টাকা, অন্বেষা মেডিসিন সেন্টারকে ৪ হাজার টাকা এবং লিয়াকত ফার্মেসীকে আরো ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ওইসব ফার্মেসী থেকে বিপুল পরিমান মেয়াদউত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ জব্দ করা হয়।
অভিযানকালে অধিদপ্তরের পক্ষথেকে অত্র এলাকার ফার্মেসীগুলোকে মেয়াদউত্তীর্ণ, ভেজাল ঔষধ ও নিষিদ্ধ ঘোষিত চিকিৎসা সামগ্রী বিক্রি না করার জন্য সতর্ক করে দেয়াহয়। এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সহয়তা করেন হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে এক দল পুলিশ।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন