হবিগঞ্জ সদরে প্রতিপক্ষের হামলায় নিহত-১

0
33

এমএইছ চৌধুরী, জুনাইদ শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা :: হবিগঞ্জ সদর উপজেলার সানাবই গ্রামে পূর্ব বিরোধের জের ধরে হামলায় রুমান মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। সূত্রে জানা গেছে, ওই গ্রামের নিহতের পিতা ইদু মিয়ার সাথে একই গ্রামের রহমত আলীর দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে উল্লেখিত সময়ে রহমত আলী ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে রুমানকে রাস্তায় একা পেয়ে দেশীয়অস্ত্র ফিকল দিয়ে আঘাত করে। এক পর্যায়ে রুমান মাটিতে লুটিয়ে পড়লে ও তার আত্মচিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাপসাতালে নিয়ে যায়। ওই দিন রাত সোয়া ৯টায় ডাঃ মেহেদি হাসান তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানার এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করেন।

কোন মন্তব্য নেই