হবিগঞ্জ সদর হাসপাতালের বারান্দায় শতবর্ষী বৃদ্ধা, খবর নিচ্ছে না সন্তান
.
হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জ সদর হাসপাতালের বারান্দায় আশ্রয় নিয়েছেন নিরাশ্রয় এক শতবর্ষী জননী। গত ৩ দিন ধরে তিনি অনাহারে-অর্ধাহারে হবিগঞ্জ সদর হাসপাতালের নিচে বারান্দায় পড়ে আছেন অযন্তে অবহেলায়। এই কনকনে শীতেও তার পরনে একটি কাপড় ছাড়া অন্য কিছু ছিলো না। শীত নিবারণের জন্য কেউ একজন তাকে একটি কম্বল দিয়ে যান। এই কম্বল নিয়েই তিনি পড়ে আছেন। হাসপাতাল থেকে খাওয়া তো দূরের কথা তাকে ভর্তি পর্যন্ত করা হচ্ছে না। তার পাশে থাকা বেশ কয়েকজন বলেন, ১০ মাস ১০ দিন গর্ভে ধারন করে পুত্রসন্তান জন্ম দিয়েছেন সেই পুত্রই নাকি তার খবর নেয় না।
তিনি জানান, তার নাম আঙ্গুরা খাতুন, বয়স প্রায় ১০৫ বছর। স্বামী মরহুম জিতু মিয়া গ্রাম শায়েস্তানগর। পুত্রের নাম ফরিদ মিয়া। তিনি ৩ দিন ধরে এখানে পড়ে আছেন। কেউ দেখতে আসেনি। হাসপাতাল তাকে ভর্তিও করা হয়নি। তিনি না খেয়ে আছেন তাই প্রশাসনসহ বিত্তশালীদের কাছে সহযোগিতা কামনা করছেন।