হবিগঞ্জ-১ আসনে জমে উঠেছে দুই মন্ত্রী পুত্রের লড়াই

0
35

এম এইছ চৌধুরী জুনাইদ শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)সংবাদদাতাঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ড. রেজা কিবরিয়া জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী এবং মিলাদ গাজী ক্ষমতাসীন দল আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী। একজন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া পুত্র ড. রেজা কিবরিয়া আর অপরজন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর পুত্র শাহ নেওয়াজ মিলাদ গাজী। এক সময় ড. রেজা কিবরিয়া ও মিলাদ গাজীর পারিবারিক রাজনৈতিক দর্শন অভিন্ন ছিল। মিলাদ গাজীর পিতা মরহুম ফরিদ গাজী ছিলেন বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা। ড. রেজা কিবরিয়ার পিতা মরহুম কিবরিয়া ছিলেন আওয়ামীলীগ সরকারের প্রভাবশালী অর্থ মন্ত্রী। বর্তমানে হবিগঞ্জ-১ নির্বাচনী এলাকাসহ সমগ্র জেলায় তারা এখন ব্যাপক ভাবে আলোচিত। এলাকার সচেতন মহল মনে করেন, এ দু’জন প্রার্থীর পিতারই রয়েছে সোনালী রাজনৈতিক অতীত। যার ইতিবাচক প্রভাব পড়তে পারে ভোটের মাঠে। যে কারণে এ দু’জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন