হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান, ফিটনেস বিহীন গাড়ী ফেলে দিচ্ছে ডোবায়।

0
52

জি নিউজ ডেস্কঃ গাজীপুর

মহাসড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন ডোবায় ফেলে দিয়েছে হাইওয়ে পুলিশ,
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গাজীপুর অঞ্চলের হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান চলছে। এ অভিযানে যেসব যানবাহনের বৈধ কাগজ পত্র নেই ও মহাসড়কে চলাচলে নিষেধ সে সব যানবাহন আটক করা হচ্ছে। আটককৃত কয়েকটি কয়েকটি যানবাহন পানির ডোবায় ফেলে দেওয়া হয়েছে।

জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, বাড়ইপাড়া, সফিপুর বাসষ্টেশন এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে গত তিন দিনে শতাধিক ফিটনেসবিহীন অবৈধ যানবাহন আটক করেছে হাইওয়ে পুলিশ। এসব যানবাহনের মধ্যে রয়েছে লেগুনা ও সিএনজিসহ ব্যাটারি চালিত অটোরিক্সা। আটককৃত যানবাহন গুলো বঙ্গবন্ধু হাইটেক সিটির ভেতরে রাখা হয়েছে এবং বঙ্গবন্ধু হাইটেক সিটি সংলগ্ন মহাসড়কের পার্শ্ববতি একটি ডোবায় আটককৃত ১০/১৫ টি ফিটনেসবিহীন যানবাহন ফেলা দেয়া হয়েছে।

গাজীপুর জেলা লেগুনা মালিক সমিতির কার্যকরী সভাপতি মোঃ জলিল জানান, আমারা পুলিশের ডিউটির জন্য মালিক সমিতি থেকে ভাড়া ছাড়াই প্রতিদিন ৫০-৬০টি লেগুনা দিয়ে থাকি। এজন্য আমাদের নির্বিগ্নে মহাসড়কে চলাচল করতে দেয়। কিন্তু মহাসড়ক থেকে লেগুনা উঠিয়ে নেয়ার কোন নির্দেশ না দিয়ে হঠাৎ করেই পুলিশ অভিযানে নামে। যদি মহাসড়কে চলতে না দেয় তাহলে আমরা চালাব না। তিনি আরও বলেন লেগুনা এভাবে পানিতে ফেলার নিয়ম আছে কিনা তা আমার জানা নেই। তবে আটককৃত গাড়ীগুলো এভাবে পানিতে না ফেলে ড্যাম্পিং ষ্টেশনে পাঠিয়ে দিলেই ভাল হতো।

চন্দ্রা এলাকার দায়িত্বরত হাইওয়ে পুলিশের টিআই এসআই সাইদুল ইসলাম জানান, গতকাল ডিআইজি স্যার নির্দেশ দিয়ে গেছেন, সকল অবৈধ যানবাহন ধরে আটক করে খাদে বা পুকুরে ফেলে দিতে।

শালনা কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা বলেন, ডিআইজি স্যারের নির্দেশে, যেসব গাড়ীর কাগজ পত্র সঠিক নেই ও মহাসড়কে চলাচল নিষেধ এমন গাড়ী আটক করা হয়েছে। আটককৃত যানবাহন যদি মালিক নিতে চায় তাহলে প্রতিটি অংশ খুলে খুলে নিতে পারবে। আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই