এসএম শওকত আলী,চুনারুঘাট, হবিগঞ্জ: মহানপ্রভু মানব জাতিকে সৃষ্টি করেছেন তার হুকুম ও বিধান মতে চলার জন্য আর এজন্য যুগে যুগে প্রেরন করেছেন অসংখ্য নবী ও রাসূল। গোমরাহী জাতিকে সঠিক পথে চলার জন্য বহু দেশে প্ররিত হয়েছিলেন আল্লাহর প্রতিনিধিগন।আজ নবীদের যুগ শেষ হয়ে গেছে তাই ইসলামের দাইর কাজ করছেন আলেমগন। হবিগন্জ জেলার চুনারুঘাট উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে একতা যুবসংঘের উদ্যোগে গত কল্য ৫ম বার্ষিক তাফসির মাহফিল অনুষ্টিত হয়েছে। মাওলানা আইয়ুব আলীর সন্চালয়নায় উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন মাও মুজিবুর রহমান,সহ সভাপতি হিসেবে উপস্হিত আজিজুর ররহমান ফুল মিয়া, উপস্হিত ছিলেন জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ এবং উক্ত সংঘটনের সদস্যবৃন্দ।অত্র মাহফিলে প্রধান মেহমান হিসেবে ওয়াজ করছেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকি সাহেব কুয়াকাটা,যিনি হেলিক্পটারে চুনারুঘাট ডিসিপি হাইস্কুল মাঠে নেমে প্রথমে গরগাওঁ পরে নিশ্চিন্তপুরে গাড়ী দিয়ে মাহফিলে যোগদান করেন,বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাওলানা হাঃকারী শুয়াইব আহমেদ আশরাফি সাহেব, ঢাকা,হাঃকারীআব্দুর রহিম মাদানী সাহেব,মাওলানা আলআমীন সাহেব নেত্রকোনা, মাওলানা মাহফুজুর রহমান সাহেব সহ স্হানীয় ওলামায়ে কেরাম।বক্তাগন বলেন, ইসলামের আলোকে যেন সমাজ প্রতিষ্টিত হয় এই আহ্বান করেন।