হৃদয়ে একুশ -এম হায়দার চৌধুরী

0
11

হৃদয়ে একুশ
•=•=•=•=•=•=
এম হায়দার চৌধুরী।

ফিরে এলো একুশে ফেব্রুয়ারি
রক্তে রাঙা ভাইয়ের দেহ আমি কি ভুলিতে পারি।
ভুলবো কি করে, বারবার মনে পড়ে জীবন জুড়ে
একুশ আমার- বুলেটবিদ্ধ ভাষা শহীদ,
একুশ আমার- রফিক, শফিক কত সুহৃদ।
একুশ আমার- সালাম বরকতের মায়ের ক্রন্দন,
একুশ আমার- নির্বাক নিশ্চুপ হৃদয়ের স্পন্দন।
একুশ আমার- রাজপথে নিথর শহীদের দেহ,
একুশ আমার- ছেলে হারা মায়ের স্নেহ।
একুশ আমার- চিরঞ্জীব অহঙ্কার,
একুশ আমার- বাঁধ ভাঙ্গা হুঙ্কার।
একুশ আমার- মায়ের ভাষায় কথা বলা,
একুশ আমার- বাঁধাহীন নির্ভয়ে পথ চলা।
একুশ আমার- ভাষা শহীদদের আত্মাহুতি,
একুশ আমার- প্রতিরোধের প্রতিশ্রুতি।
একুশ আমার- ছিনিয়ে আনা মাতৃভাষা,
একুশ আমার- কথা বলার প্রত্যাশা।
একুশ আমার- অন্ধকারে প্রদীপের শিখা,
একুশ আমার- প্রতিশ্রুতি রক্তে লিখা।
একুশ আমার- দুর্বাঘাসে শিশির বিন্দু,
একুশ আমার- বুলেট লাগা বিষাদ সিন্ধু।
একুশ আমার- ভাই হারা বোনের করুন মমতা,
একুশ আমার- মানচিত্র ও রক্তাক্ত স্বাধীনতা।

কোন মন্তব্য নেই