সাইদুল ইসলাম রনি, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
বাংলাদেশ প্রাথমিক বিঃ সহকারী শিক্ষক সমিতি গাজীপুর জেলা শাখার উদ্যোগে সহকারী শিক্ষকবৃন্দরা সঃ প্রাঃ বিঃ সহকারী শিক্ষকদের ১১তম বেতন গ্রেডের দাবিতে গাজীপুরে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গাজীপুর জেলা, মহানগর ও উপজেলা শাখার সহকারী শিক্ষক সমিতির ব্যানারে এ মানব বন্ধন হয়।
শিক্ষকদের ১১তম গ্রেডের দাবির শ্লোগানের মধ্যে এ মানব বন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিঃ সহকারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা সহকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন দুলাল, জেলা সহকারি শিক্ষক সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম, সমিতির মহানগর শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা সমিতির ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন, সদস্য শরিফুল আলম, মাসুদ, শম্পা বেগম প্রমুখ।
শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন দুলাল জানান, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে জাতীয় করন করে তখন সহকারি ও প্রধান শিক্ষকরা একই বেতন গ্রেডে ছিল। ১৯৭৭ সালে সহকারি শিক্ষকদের বেতন ১ ধাপ নিচে ছিল। ২০০৬ সালে ২ ধাপ নিচে ছিল। এবং সর্বশেষ ২০১৪ সালে তিন ধাপ নিচে নেমে আসায় বার বার আমরা সহকারি শিক্ষকরা বেতন বৈষম্যের স্বীকার হচ্ছি। তাই আমরা বঙ্গবন্ধুর দেওয়া বেতন গ্রেড অর্থাৎ ১১তম বেতন গ্রেডে প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে রাখার দাবি অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। সারা দেশের পিটিআই এর প্রশিক্ষণার্থী এবং বিভিন্ন জেলার শিক্ষকদের মতামতের প্রতি সম্মান প্রদর্শন করে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এই সিদ্ধন্তে ১১তম গ্রেডে বেতন স্কেল নির্ধারণ না হওয়া পর্যন্ত দেশের সকল পিটিআই ও বিভিন্ন জেলার সাথে সমন্বয় রেখে পূর্বে স্থগিত সকল কর্মসূচি যথারীতি চলবে এবং ঘোষণা না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহোদয়কে স্মারকলিপি প্রদান করা হয়।