১২ বারের মত ঢাকা রেঞ্জ সেরা তদন্তকারী অফিসার নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম মোল্লা

0
25

১২ বারের মত ঢাকা রেঞ্জ সেরা তদন্তকারী অফিসার নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম মোল্লা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ ১২ বারেরর মত ঢাকা রেঞ্জে সফল ডিটেকশন ক্লুলেস ডাকাতি / কেস বেটার অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন গাজীপুর জেলার শ্রীপুর থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা বিপি এম।

বৃহস্পতিবার ১১ জুলাই সকাল সাড়ে ১১টায় ঢাকা রেঞ্জ কার্যালয়ের ক্রাইম কনফারেন্স কক্ষে মাসিক অপরাধ সভা পুরস্কার প্রধান করা হয়। ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম বার ,পিপিএম বার এর সভাপত্বিতে উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) আসাদুজ্জামান বিপিএম বার-সহ ঢাকা রেঞ্জের অন্যান্য পুলিশ সুপারগন।

শহিদুল ইসলাম মোল্লা জানান, ঢাকা রেঞ্জে সফল ডিটেকশন ক্লুলেস ডাকাতি / কেস বেটার অফিসার হিসেবে ঢাকা রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার জনাব,গোলাম সবুর স্যারেকে সাথে নিয়ে পুরস্কার গ্রহন করেছি। যা আমার কর্ম জীবনের জন্য উল্লেখযোগ্য সংযোজন। আমার জীবনের বিশেষ মুহূর্ত ছিল যখন মাননীয় ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব হাবিবুর রহমান বিপিএম(বার) পিপিএম(বার) (ঢাকা রেঞ্জ) স্যারের নিকট হতে আমি পুরস্কার গ্রহণ করেছিলাম।পুলিশ সুপার গাজীপুর শামসুন্নাহার স্যারের বিশেষ দিকনির্দেশনার সুফল হিসাবে এ পুরস্কার। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আমার দেশের জন্য এই ধরণের আরও কাজ আগামীতেও অব্যাহত রাখবো।

উল্লেখ্য, জোড়া খুন, ডাকাতি, বিস্ফোরক দ্রব্য উদ্ধার এবং ক্লোলেস মামলা তদন্ত করে রহস্য উদঘাটনের জন্য এর আগেও পুরস্কৃত হন তিনি। এছাড়াও গত ৪ ফেব্রয়ারী পুলিশ বাহিনীতে সর্বোচ্চ পদক “ বাংলাদেশ পুলিশ পদক” বিপিএম (সাহসীকতা) অর্জন করেন তিনি।

কোন মন্তব্য নেই