১৬ আগস্ট ঈদ উপলক্ষে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা।

0
46

জি নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকল সরকারি চাকরিজীবীদের চলতি মাসের বেতন-ভাতা ও অবসরপ্রাপ্তদের অবসর-ভাতা আগামী ১৬ আগস্ট প্রদান করা হবে। অতি সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি বর্ষপঞ্জি ২০১৮ অনুযায়ী, আগামী ২২ আগস্ট (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। এ প্রেক্ষিতে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারি এবং সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার ও কর্মচারিদের বেতন-ভাতাদি আগামী ১৬ আগস্ট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই দিনে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের চলতি মাসের অবসর ভাতাও প্রদান করা হবে।

‘বাংলাদেশ ট্রেজারি রুলস’-এর এসআর ১১৩ (২) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন