শ্রীপুরে শহীদ আল আমিন এর মায়ের খোলা চিঠি!!

0
676

প্রচারে জি নিউজঃ
গাজীপুর ৩ আসনে আগামী দিনের কর্ণধার জনাব মোঃ ইকবাল হোসেন সবুজ সাহেব, আমি এক হতভাগা মা।আশা রাখি ভালো আছেন এবং আশা করছি ৩০ তারিখের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে আগামী দিনে মহান সংসদে আমাদের প্রতিনিধিত্ব করে নিপীড়িত গাজীপুর ৩ আসনকে মানবিক শহর গড়ার লক্ষ্যে আপনাকে সাহসী ভুমিকায় দেখব আমরা, এবং দোয়া থাকবে জননেত্রী শেখ হাসিনার হাত থেকে মন্ত্রিত্বটাও পান আপনি,এটা আমরা আশা করতেই পাড়ি।

★কিন্তু খুব কষ্টের সাথে কয়েকজন মানুষের কথা আপনাকে না বলে পারছি না, বলছি যে মানুষ গুলো নিজেদের স্বার্থের জন্য বিগত দিনে যারা শহীদ আল-আমিন পরিবারটির অসহায়ত্ব ও দুর্বলতার সুযোগ নিয়ে তাদের নিজের প্রয়োজনে ইচ্ছে মত সবকিছু সাজিয়ে সর্বোচ্চ খেলা খেলেছে, ঠিক আবারও সেই মানুষ গুলো অতি উৎসাহী হয়ে হটাৎ আপনার খোব কাছে মিশে গেলো আপনার কোন ক্ষতির আশায়? মাননীয় এম.পি এড্যাঃ মোঃ রহমত আলীর পরিবারের আওয়ামী লীগের দীর্ঘদিনের নীতি-আদর্শের রাজনীতিকে শেষ পর্যন্ত কলুষিত করে ধ্বংসের দিকে নিয়েগেছে, হাতে গোনা কয়েকজন মানুষ, ক্ষমতার শীর্ষে গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে বীরত্বের সাথে, যেমন ফ্যাক্টরিতে চাঁদাবাজি,টেন্ডার বাজি, শ্রমিকলীগের বেপরোয়া চাঁদাবাজি, জমি দখলের খোটাবাহিনী, অবৈধ গ্যাস সাপ্লাই, মাদক ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়ে শ্রীপুর আওয়ামীলীগ পরিবারকে কলংকিত করেছে,অতছো আজ আবার সেই ব্যাক্তি গুলা-ই আপনাদের কাছে অন্তরঙ্গভাবে মিশার সাহস পায় কিভাবে? আপনার কোন ক্ষতির আশায়??আমি আর কোন মায়ের বুক ফাটা আর্থ নাত এবং কান্না দেখতে চাইনা।

★ফেইসবুকের সুবাদে দেখছি ঐ সব চিনহিৃত ব্যাক্তিরা ও তাদের পরিবারের সদস্যদের যেমন ভাতিজা/ভাগিনাদের আপনি অন্তরঙ্গ ভাবে হাসিমুখে মনে হয় বরণ করে নিয়েছেন, এমন কি বাসায় গিয়ে অন্তরঙ্গভাবে মিষ্টিমুখ করিয়ে, ফুল দিয়ে তারা আপনাকে অভিনন্দন জানিয়েছে, এই ছবিগুলো একজন মানুষ, আমি আল আমিনের মা-কে দেখায়, তা দেখে আমি অনেক কষ্ট পেয়েছি হয়েছি অবাক এবং হতাশ, আমার বড় ছেলেকে এ-বিষয়ে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সে আমার চোখে জল দেখে কোন উত্তর দিতে পারেনি, শুধু বলেছিলো মা ঐ বিশ্বাসঘাতক মীর জাফররা তাদের প্রয়োজনে আমাদেরকে নিয়ে রাজনীতির খেলা খেলেছে মাত্র।

★মেধাবী ছাত্র আলামিন একটি সপ্ন নিয়ে আপনাদের দেখানো পথে, আদর্শের রাজনীতিতে পা রেখে ছিল মাত্র, কলেজ জীবনে নাম লিখিয়েছিলো বাংলাদেশ ছাত্রলীগে অতছো আজ অপরাজনীতির কারণে একি পরিণত আমার ছেলের…??? সবুজ সাহেব আপনিও কোন মায়ের কোলে জন্ম নিয়ে আস্তে আস্তে বড় হয়ে নাম লিখিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগে সেই থেকে শুরু করে আস্তে আস্তে তিলে তিলে সিঁড়ি বেয়ে আজ এই জায়গায় এসে পৌঁছেছেন, আপনি সবই জানেন এবং বোঝেন, রাজনীতির অনেক সমীকরণ থাকে যা হয়তো আমাদের মতো ক্ষুদ্র মানুষ বা পরিবাররা অনেক কিছু বুঝতে পারে না, বা ইচ্ছে থাকলেও করার কিছু থাকে না.!! ভাগ্যের কি নির্মম পরিহাস আর আজ আমরাই হয়ে গেলাম আপনাদের কাছে অনেক বড় অপরাধী।

★এই রাজনীতি আমাদের পরিবারের জীবন থেকে কেড়ে নিয়েছে সব কিছু, মা হারিয়েছে আদরের ছোট ছেলে আল-আমিন কে, আর পুত্র শোকে বুকফাটা কান্না নিয়ে মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ওর বাবাও আমাকে না বলে চলে গেছে না ফেরার দেশে.!! দীর্ঘ 2 বছর এই রোগের চিকিৎসার খরচ যোগাতে শেষ সম্বল জমি বিক্রি করে আজ আমার পরিবার নিঃস্ব, তখনো কেউ আর পাশে এসে দাঁড়ায়নি.!! এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে তাদেরকে আর কোনো দিন ফিরে পাবো না আমি এবং আমার পরিবার, এই ক্ষতি সারা জীবনেও পূরণ হবার নয়।

★তারপরও আমি ও আমার সন্তানেরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে মমতাময়ী মা দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের দেশ গড়ার স্বার্থে এখনও নৌকা মার্কাকে ভালোবাসি। তাই তো শহীদ আল আমিনের মা হিসেবে বড় ছেলে কে দিয়ে বড় করে নৌকা বানিয়ে বাড়ির পাশে টানিয়েছি, কারণ জন্মসূত্রে আওয়ামী পরিবারে জন্ম নিয়েছি এই নৌকায় জড়িয়ে আছে শহীদ আল-আমিনের রক্তের স্মৃতি.!! এই নৌকায় জড়িয়ে আছে আল আমিনের বাবা মানে আমার স্বামীর আদর্শের স্মৃতি.!! সেই নৌকা ছেড়ে আমি কোথায় যাব বলেন.?? তাই তো ৩০ তারিখ নৌকা মার্কাকে বিপুল ভোটে জয়ী করার জন্য ইকবাল হোসেন সবুজ সাহেব আপনার প্রতি আমর দোয়া থাকবে, ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে বলছি আমার আরেক ছেলেকে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন