বাংলাদেশের জন্য দুঃসংবাদ

0
26

জি নিউজ ডেস্ক: টেস্ট ও ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর আগামীকাল টি-২০ মিশনে নামবে বাংলাদেশ। কিন্তু তার আগেই শোনা গেল দুঃসংবাদ। গতকাল সিলেট স্টেডিয়ামে নেটে অনুশীলনের সময় গোড়ালির ইনজুরিতে পড়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
ক্যারিবিয়ানদের বিপক্ষে শেষ ওয়ানডে থেকেই কুঁচকির ইনজুরিতেও ভুগছিলেন সাকিব। সেই ইনজুরি পুরোপুরি কাটতে না কাটতেই আবার গোড়ালিতে আঘাত পেলেন তিনি। পরবর্তীতে অনুশীলন থেকে সাকিবকে সাজঘরে ফিরে যেতে দেখা যায়।

তবে সোমবার প্রথম টি টুয়েন্টিতে তার খেলা হচ্ছে কিনা এই ব্যাপারে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সাংবাদিকদের জানিয়েছেন, “গুরুতর কিছু হয়নি সাকিবের। ফিজিওর কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে”।
মাঠে মাশরাফির অনুপস্থিতি উইন্ডিজকে কিছুটা সুবিধা দিলেও দুঃশ্চিন্তা ছিল সাকিবকে নিয়ে। কিন্তু সাকিবের এই আকস্মিক ইনজুরি যদি তাকে মাঠের বাইরে ঠেলে দেয় তাহলে ক্যারিবীয়দের মুখের হাসি যে প্রশস্ত হবে সে ব্যাপারে কোন সন্দিহান নেই।

কোন মন্তব্য নেই