বাহুবলে অস্ত্রসহ এক ডাকাতকে আটক করেছে র‌্যাব

0
18

বাহুবলে অস্ত্রসহ এক ডাকাতকে আটক করেছে র‌্যাব

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা :: হবিগঞ্জের বাহুবল উপজেলার বাটপাড়া গাজীপুর গ্রাম থেকে অস্ত্র, গুলি ও ডাকাতির মালামালসহ ডাকাত লুৎফুর রহমান (২৯) গ্রেফতার করেছে র‌্যাব-৯। সোমবার ০৪ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে উল্লেখিত স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত লুৎফুর রহমান (২৯) ওই গ্রামের আব্দুস সালামের পুত্র । তার নিকট থেকে ৩ রাউন্ড গুলি, ২টি পাইপগানসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও ডাকাতির মালামাল উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, লুৎফুরের বিরুদ্ধে হবিগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। ওই দিন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার র‌্যাব-৯ সিলেটের এএসপি আফজাল হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। তারা ওই গ্রামের একটি টিনসেড বিল্ডিংয়ের থেকে লুৎফুরকে গ্রেফতার করা হয়। তার দেহ তাকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন