আইপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে

0
74

আইপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে

জি নিউজ ডেস্কঃ কদিন আগে জানা গিয়েছিল আইসিসির বর্তমান সভাপতি ও ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সাবেক সভাপতি শশাঙ্ক মনোহর বিপিএলের ফাইনাল দেখতে বাংলাদেশে আসছেন। তারপর থেকেই ক্রিকেটপাড়ায় আলোচনা হচ্ছিল, মনোহর কী শুধু ফাইনাল দেখতেই বাংলাদেশ আসছেন, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে?

এসব আলোচনার মধ্যে ভিন্ন একটা তথ্য সামনে চলে এলো। বিপিএলের ফাইনাল দেখার পাশাপাশি আগামী আইপিএল বাংলাদেশে আয়োজন করার আলোচনা করতে আসছেন মনোহর!

চলতি বছরের এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হবে ভারতের ১৭তম লোকসভা নির্বাচন। আগামী আইপিএলও অনুষ্ঠিত হওয়ার কথা ওই একই সময়ে। ফলে নির্বাচনকালীন সহিংসতার কথা চিন্তা করে বাংলাদেশে ১৪টি ম্যাচ আয়োজন করতে চায় আইপিএল কর্তৃপক্ষ। মনোহর এই বিষয়টি নিয়ে কথা বলতেই নাকি বাংলাদেশ আসছেন। মনোহর বাংলাদেশ সফরে সঙ্গে করে নিয়ে আসছেন বিসিসিআইর উর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ কিউরেটরদের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে বিষয়টি। সূত্রটির দাবি, বিসিসিআইয়ের পক্ষ থেকে বাংলাদেশকে ১৪টি আইপিএল ম্যাচের আয়োজক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বিসিবি নাকি রাজিও হয়েছে। এবার আলোচনা ফলপ্রসু করতেই আসছেন মনোহরসহ অন্যরা।

আগামী ৬ ফেব্রুয়ারি ঢাকার পৌঁছার কথা মনোহরের। ৭ ফেব্রুয়ারি বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। ৮ তারিখ বিপিএলের ফাইনালে উপস্থিত থাকবেন। পাশাপাশি মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়াম পরিদর্শন করবেন তিনি।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের কারণে এর আগেও ভারতের বাইরে আইপিএল অনুষ্ঠিত হয়েছিল। ২০০৯ সালে আইপিএলের পুরো আসর অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায়। ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের ২০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন