শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে গোলযোগ সৃষ্টিকারী ও মারামারীর অভিযোগে দু’জনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
সোমবার (১১ ফেব্রুয়ারি) এসআই মাহমুদুল হাসান, এসআই মোঃ মোস্তাফিজুর রহমান, এসআই মোঃ আশরাফুল্লাহ্, এএসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকা বিশেষ অভিযান চালিয়ে দু’জনকে আটক করে। পরে তাদের শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার এর নিকট নিয়ে গেলে তিনি আসামীদ্বয়কে ০১ মাসের কারাদন্ড প্রদান করেন।
আটককৃতরা হলেন, ১। মোঃ ওয়াজ উদ্দিন পিতা-শুকুর আলী, সাং-দরগারচালা, পোষ্ট-সাতখামাইর, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর, ২। আলামিন, পিতা-তারা মিয়া, সাং-বরমী, পোষ্ট-বরমী, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।