হবিগঞ্জে আন্তঃজেলা চোর গ্রেপ্তার

0
29

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা :: হবিগঞ্জ শহরে নাতিরপুর এলাকা থেকে আন্তঃ জেলা চোর চক্রের সদস্য তাউস মিয়া (২৫) কে আটক করতে গিয়ে দুই পুলিশ আহত হওয়ার পরও তাউসকে আটকে সক্ষম হয়েছেন। আটক তাউস নাতিরপুর এলাকার নানু মিয়ার পুত্র।

সোমবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় সদর থানার এএসআই বিল্লাল হোসেন ও সারোয়ার হোসেনের নেতৃত্বে নাতিরপুর এলাকায় অভিযান চালালিয়ে তাউসকে গ্রেফতার করেন।

পুলিশ সূত্রে জানা যায়, তাউসের বিরুদ্ধে চুরি ছিনতাই ও মাদক আইনে একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। আটক তাউসে নিকট থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন