শ্রীপুরে প্রতিবন্ধী ছয় মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

0
72

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মানুষিক প্রতিবন্ধী কাজের মহিলা (৩৫) কে ধর্ষণের অভিযোগে আফির উদ্দিন (৩৮) নামে এক শিক্ষক কে গ্রেফতার করে শ্রীপুর মডেল থানা পুলিশ।

এ ব্যাপারে ধর্ষিতার ভাই আকতার হোসেন ১৫ ফেব্রুয়ারি শুক্রবার শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে শনিবার বিকালে অভিযুক্ত ওই শিক্ষক কে গ্রেফতার করে পুলিশ। ধর্ষিতা ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিল বলে জানাযায়।

পারিবারিক ও অভিযোগে সূত্রে জানা যায়, উপজেলার ধনুয়া মধ্য পাড়া গ্রামের শরাফত আলীর পুত্র আফির উদ্দিনের বাড়িতে থেকে কাজ করতো ঐ প্রতিবন্ধী। মহিলাটি হাবাগোবা হওয়ায় বিভিন্ন প্রলোভনে তাকে ধর্ষণ করতো ওই শিক্ষক। বেশ কিছুদিন যাবত মহিলাটির শারিরীক অবস্থা খারাপ দেখে মহিলার ভাই তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে, পরিক্ষা নিরিক্ষা শেষে ৬ মাসের অন্তঃসত্ত্বা বলে জানায় ডাক্তার।

শ্রীপুর থানার এস.আই হারুন অর রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত শিক্ষক ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন