গাজীপুর সদরের ন্যাশনাল পার্ক এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাবের একটি দল। ২৭ ফেব্রুয়ারী বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১ সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহসড়কে ডাকাতির জন্য একটি ডাকাত দল প্রস্তুতি নিচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। পরে আন্তঃজেলা ডাকত দলের ৬ সদস্যকে গ্রেফতার করে র্যাব।
এসময় আটককৃত ডাকাত দলের কাছ থেকে ৫টি রামদা সহ চাপাতি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ওই ডাকাত দলের সদস্যদের র্যাব গাজীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।