কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
কালীগঞ্জের ইতিহাসে এই প্রথম কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো.মোয়াজ্জেম হোসেন পলাশ ও ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট মো. মাকসুদ-উল আলম খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
কালীগঞ্জ উপজেলা সহকারী রিটারিং অফিস হতে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্র্থী বর্তমান চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ ও জাকের পাটির মনোনীত প্রার্থী জুয়েল কবির মনোনয়নপত্র দাখিল করে। গত ২৬ ফেব্রুয়ারী যাচাই বাছাইকালে জাকের পাটির চেয়ারম্যান প্রার্থী জুয়েল কবিরে মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। তিনি নির্ধারিত সময়ে আপিলও করেননি। তাই আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ নির্বাচনের একক প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। একইভাবে ভাইস চেয়ারম্যান পদে আর কোনো প্রার্থী না থাকায় অ্যাডভোকেট মো. মাকসুদ-উল আলম খানও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। আগামী ২৪ মার্চ কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে শুধু মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই নারী প্রার্থী। তারা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি ও শর্মিলা রোজারিও। গাজীপুর রিটানিং কার্যালয়ের কর্মকর্তা গোলাম রসুল বলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হতে যাচ্ছেন। শুধু মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।