শ্রীপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী বাদলের ব্যাপক প্রচারণা

0
93

শ্রীপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী বাদলের ব্যাপক প্রচারণা

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গাজীপুরের শ্রীপুরে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী বরমী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি, আওয়ামীলীগ নেতা ও শিক্ষানুরাগী মো: হারুন-অর-রশিদ (বাদল) ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি উপজেলার প্রতিটি ইউনিয়নে নেতা-কর্মীদের সাথে নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটারদের নজর কাড়তে দিচ্ছেন নতুন নতুন প্রতিশ্রুতি। পাশা-পাশি সকলের কাছে (টিউবওয়েল) প্রতীকে ভোট প্রার্থনা করছেন।

শনিবার (১৬ মার্চ) বিকাল থেকে রাত পর্যন্ত তিনি শ্রীপুর পৌর শহরে নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যাপক প্রচারণা চালিয়েছেন।প্রচারণার ফাঁকে তিনি সাংবাদিক ও ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেছেন।

এসময় মোঃ হারুন-অর-রশিদ বাদল বলেন, আমি ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।আমি বঙ্গবন্ধুর আদর্শকে মনে প্রানে লালন করি।


আমার ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন অঞ্চলে স্কুল,কলেজ, মসজিদ, মাদ্রাসা সহ সামাজিক কর্মকান্ডের সাথে আমি সম্প্রিক্ত। আমি নির্বাচিত হলে শ্রীপুর উপজেলায় দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু, মাদকমুক্ত, আধুনিক ও মানবিক এক উপশহর গঠন করার লক্ষ্যে কাজ করে যাব। প্রচারণায় ভোটের মাঠে সাধারণ ভোটাররা আমাকে ব্যাপক উৎসাহ যোগাচ্ছে। আমি আশা করি ২৪ তারিখ নির্বাচনে জনগণ আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবে।

প্রসঙ্গত, হারুন-অর-রশিদ (বাদল) উপজেলার বরমী ইউনিয়নে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বাংলাদেশ ব্যাংকের একজন সাবেক কর্মকর্তা ও সমাজ সেবক মোহাম্মদ আব্দুল হাকিম প্রধান। হারুন-অর-রশীদ (বাদল) ২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বাঘ প্রতীকে নির্বাচন করেছিলেন। এরপর থেকে তিনি বাঘ বাদল নামে পরিচিতি পেয়েছেন। শিক্ষানুরাগী হারুন-অর-রশিদ বাদল ১৯৮৭ সালে বরমী ইউনিয়ন ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন। ১৯৮৯ সালে বরমী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক নির্বাচিত হন এবং ২০০২ সালে দীর্ঘদিন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বরমী ইউনিয়নের সেক্রেট হার্ট ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ। বরমী সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ । এছাড়াও তিনি উপজেলার বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত আছেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন