কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
কালীগঞ্জ উপজেলার পূজা উদযাপন কমিটির উদ্যোগে বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের হলরুমে বুধবার বিকেলে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শর্মিলা রোজারিও’র নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও’র ফুটবল মার্কাকে বিজয়ী করতে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিবর্গ ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে কাজ করে যাচ্ছেন। দল যাকে সমর্থিত করেছে তার পক্ষে কাজ করার উদ্দেশ্যে এই নির্বাচনী সভার অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি প্রনয় চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ। নির্বাচনী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের বিনা প্রতিদ্ব›িদ্বতায় চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, বিনা প্রতিদ্ব›িদ্বতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত অ্যাডভোকেট মাকসুদুল আলম মাসুদ, গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক অ্যাডভোকেট ঠাকুর দাস মন্ডল, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক শ্যামল দাস, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শর্মিলা রোজারিও, নাগরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসএম আলী হোসেন প্রমুখ।
প্রধান অতিথি তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ বলেন, যেই দল আমাদের সামাজিক নিরাপত্তা দেয়, সেই আওয়ামী লীগের পাশে আমাদের থাকতে হবে। সেই দলের প্রার্থীদের ভোট দিতে হবে। আমরা যারা সংখ্যালঘু রয়েছি ভোটের সময় তারা চিন্তা করি, কোন দল আমাদের সামাজিক নিরাপত্তা দিবে ও দিয়ে আসছে। তাদের আমরা ভোট দিবো। আওয়ামী লীগই একমাত্র সামাজিক নিরাপত্তা দিতে পারেন এবং দিয়ে যাচ্ছেন। তাই আওয়ামী লীগ সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শর্মিলা রোজারিওকে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
ছবির ক্যাপশন ঃ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শর্মিলা রোজারিও’র নির্বাচনী সভা অনুষ্ঠিত