গাজীপুরে বাসচাপায় কলেজ ছাত্রহত্যা; ঘাতক চালকে আটক করেছে ডিবি পুলিশ

0
28

গাজীপুরে বাসচাপায় কলেজ ছাত্রহত্যা; ঘাতক চালকে আটক করেছে ডিবি পুলিশ

গাজীপুরে বাসচাপায় কলেজ ছাত্রহত্যা; ঘাতক চালকে আটক করেছে ডিবি পুলিশ গত ২৩ মার্চ লিংকন কলেজের ১ম বর্ষের ০৩ জন ছাত্র হোন্ডা যোগে কলেজে যাওয়ার পথে গাজীপুর মেট্টোপলিটন সদর থানাধীন ঢাকা নেত্রকোনা মহাসড়কের সালনা নামক স্থানে ইকরাম পরিবহনের ঘাতক চালক মোস্তফা হোসাইন প্রকাশ @লিটন, কলেজ ছাত্র আরোহী হোন্ডাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে কলেজ ছাত্র রবিন ও মোঃ নাছির মারা যায়।এসময় ঘাতক চালক পলিয়ে যায়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে একেএম কাউসার চৌধুরী পুলিশ পরিদর্শক, মহানগর ডিবি, জিএমপি, গাজীপুর এর নেতৃত্তে ময়মনসিংহ শহর হইতে ০১/০৪/২০১৯ তাং রাত্রিতে গ্রেফতার করা হয়।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন