গাজীপুরে ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৯ উদযাপন
সহায়ক প্রযুক্তির ব্যবহার অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির অধিকার। অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি ও তাদের অধিকার প্রতিষ্ঠায় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি নানা আয়োজনে পালন করা হচ্ছে। গাজীপুরে ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০১৯ উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে জেলা প্রশাসন গাজীপুর ও জেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজনে রাজবাড়ীর নাটমন্দিরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী ও শোভা যাত্রার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অটিজমের মতো অপেক্ষাকৃত নতুন একটি বিষয়ে সজাগ ও সময়োপযোগী করার জন্য সচেতনতার বিকল্প নেই। অটিজমের সচেতনতা তৈরিতে পেশাজীবী, সেবাধর্মী প্রতিষ্ঠান নানা উপায়ে সহায়তা করতে পারেন। তিনি সমাজের সকলকে এগিয়ে আসার আহবান জানান।