পূবাইলে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত
আমান উল্লাহ, ব্যাুরো চীফ গাজীপুর:: গাজীপুরের পূবাইলে হাড়িবাড়ী টেকস্থ হাসনা হেনা রির্সোটে মঙ্গলবার ৩০ এপ্রিল বিকাল ৫টায় পূবাইল থানা এলাকায় আইন শৃংখলা বিষয়ক এক বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পূবাইল থানার ০৪টি ওয়ার্ডের বর্তমান এবং সাবেক কাউন্সিলরগন, মুক্তিযোদ্ধা কমান্ডারসহ মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেত্রীবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের এক উজ্জল নক্ষত্র গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ আনোয়ার হোসেন (বিপিএম বার) (পিপিএম বার), এ সময় অত্র থানা এলাকার বিভিন্ন সমস্যাসহ মাদক নির্মূল অভিযান, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ভুমিদস্যু এবং আসন্ন রমজান উপলক্ষে করণীয় বিষয়ে আলোচনা হয়।
উক্ত আলোচনায় পূ্বাইল থানা কর্তৃক সম্প্রতি বালু নদীতে চোলাই মদ তৈরীর কারখানাসহ সকল সরঞ্জামাদী ধ্বংস করায় সকল বক্তারা ভূয়সী প্রশংসা করেন। অত্র থানা এলাকায় কোন মাদক বিক্রেতা না থাকিলেও মাদক সেবী রহিয়াছে এবং এ ব্যাপারে উপস্থিত সকলেই জিরো ট্রলারেন্স নীতি অনুসরনে ঐক্যমত পোষণ করেন। উপস্থিত সকলেই মীরের বাজারে ফিটনেন্স বিহীন গাড়ী ও চলাচলের অনুপযুক্ত বিভিন্ন যানবাহন রাস্তা থেকে অপসারন করার মাধ্যমে, যানজট মুক্ত করায় এবং মাদক নির্মূল করনে সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার মহোদয়ের প্রশংসা করেন।