শায়েস্তাগঞ্জে মহাসড়কে ট্রাক উল্টে চালক নিহত
এমএইছ চৌধুরী, জুনাইদ। শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ):: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে চালক নিহত। এসময় ট্রাকটি ছিটকে রেললাইনের উপর পড়লে এক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। বৃহস্পতিবার (৯ মে) দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওলিপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ট্রাকচালক মোশাররফ হোসেন (৪০) ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার জয়পুর গ্রামের আমির হোসেনের পুত্র। ওলিপুর রেলক্রসিংয়ের গেইটম্যান মোঃ জাকির জানান, সিলেট থেকে ঢাকা গামী একটি পাথর বোঝাই ট্রাক ওলিপুরে নিয়ন্ত্রন হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এসময় সকল ট্রেন শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে এক ঘন্টা আটকা পড়ে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ঘাটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। সিলেট থেকে পাথর বোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশে যাওয়ার পথে অলিপুরে পৌঁছা মাত্র নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক মোশাররফ হোসেন মারা যান।