জি নিউজ ডেস্কঃ কৃষকের বাড়ি গিয়ে ধান ক্রয় করেছেন চুনারুঘাট উপজেলার নির্বাহী অফিসার জনাব মঈন উদ্দিন ইকবাল
এসএম শওকত আলী,চুনারুঘাট, হবিগন্জ।
কৃষক বাঁচলে দেশ বাঁচবে।সরকারের এ সিদ্বান্ত বাস্তাবায়ন করতে সারা দেশে ন্যায্য মূল্য কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় চুনারুঘাট উপজেলার ২নং আহমমদাবাদ ইউপি থেকে কৃষকের বাড়ি যেয়ে ধান ক্রয় করছেন উপজেলা নির্বাহী অফিসার। চলতি মৌসুমের বোরো ধান কাটা-মাড়াইয়ের কাজ শুরু হয়েছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে ফলন ভালো হলেও ধানের দাম না থাকায় উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। অপরদিকে বোরো ধান চাষ করে লাভবানের আশায় দাদন নিয়ে বর্গাচাষিরা ধানের দাম না থাকায় আরও বিপাকে পড়েছেন। তবে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয়ের দাবি স্থানীয় কৃষকদের।এদিকে
কৃষকের বাড়ি গিয়ে ধান ক্রয় করছেন আমাদের চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার জনাব মঈন উদ্দিন ইকবাল মহোদয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর মহোদয়, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, উপজেলা খাদ্য কর্মকর্তা আবুল হোসেন,খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ভেনু গোপাল দাস,উপজেলা কৃষকলীগ সেক্রেটারি মুজিবুর রহমান। ১০৪০ টাকা ধরে ২ টন ধান ক্রয়করলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মঈন উদ্দিন ইকবাল।