গাজীপুর অফিসঃ গাজীপুরের বোর্ড বাজার এলাকায় ঔষধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
সোমবার২০ মে দুপুর ২টায় বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট,গাজীপুর ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এর নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রাগ এক্ট, ১৯৪০ এ অনোনুমদিত ঔষধ বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়, ড্রাগ লাইসেন্স না থাকায় আল সেফা ফার্মাসী কে ৫০০০/= টাকা, মাহমুদা মেডিকেল হল কে ১২০০০/= টাকা এবং আল হোসাইন ফার্মাসী কে ১৫০০০/= টাকা, মোট ৩২০০০/= টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা।
জনসেবায় প্রশাসন।