শ্রীপুরে কৃষকের বাড়ি বাড়ি গিয়ে ধান ক্রয় করছেন ইউএনও

0
42

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলায় কৃষকের বাড়ি বাড়ি গিয়ে মুখে হাসি ফুটাতে ধান ক্রয় করলেন সহকারী কমিশনার ( ভূমি) উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা (ভারপ্রাপ্ত)।মঙ্গলবার ২১ মে বিকালে বেঁকাশাহারা গ্রামের কৃষক আহম্মদ আলী সহ কয়েকজন কৃষকের কাছ থেকে সরকারের বেধে দেওয়া মূল্য (১০৪০/-)এক হাজার চল্লিশ টাকা মণ দরে ধান ক্রয় করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাতেমাতুজ জোহরা বলেন,আজ থেকে শ্রীপুর উপজেলায় কৃষকের নিকট বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে।কৃষকেরা যেন সরকারের বেধে দেওয়া মূল্য অনুযায়ী ধানের মূল্য পান ও প্রকৃত কৃষক সরকারের কাছে ধান বিক্রি করতে পারেন সে জন্য বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের কাছ থেকে ধান কেনা হচ্ছে। মন প্রতি ১ হাজার ৪০ টাকা হারে প্রায় ৩৫০ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষমাত্রা রয়েছে।প্রথম দিনে দুই জন কৃষক মো আঃ সোবহান ও আঃ ছাত্তারের নিকট হতে যথাক্রমে ১.১২০ ও ২.৫৬০ মে. টন ধান সংগ্রহ করা হয়।এসময় ধানে ময়েশ্চার পার্সেন্ট নির্ধারিত পরিমানের মধ্য ( ১৪% পর্যন্ত)আছে কিনা তা পরীক্ষা করা হয়।ধান সংগ্রহ শেষে কৃষকদের তাদের ন্যায্যমূল্যের চেক প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম মূয়ীদুল হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ কবির হোসেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন