সাতছড়িতে সচেতনতামূলক র‌্যালী অনুষ্ঠিত

0
22

এমএইছ চৌধুরী, জুনাইদ। শায়েস্তাগঞ্জ হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি চা বাগানে এফআইভিডিবি’র শিশু সুরক্ষা প্রকল্পের উদ্যোগে সামাজিক সচেতনতামূলক এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৭ মে সকালে অনুষ্ঠিত এ র‌্যালীতে শিশু সুরক্ষা, জন্মনিবন্ধনের প্রয়োজনীয়তা, মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে জনমনে সচেতনতা বৃদ্ধি করাই ছিল এই র‌্যালীর উদ্দেশ্য।
এতে অংশগ্রহন করেন এফআইভিডিবি’র এমসিআই প্রজেক্টের কোঅর্ডিনেটর তাসমিয়া তারিফা চৌধুরী, একাউন্টস এন্ড এডমিন অফিসার তরিকুল ইসলাম, হবিগঞ্জ জেলার প্রজেক্ট অফিসার নাজমুল হোসেন,সহকারি প্রজেক্ট অফিসার ইউসুফ আলি ও অন্যান্য ব্যক্তিবর্গ।
র‌্যালীতে সাতছড়ি চা বাগানের পঞ্চায়েত প্রধান বাবু শ্যামলাল তাঁতী, সেক্রটারি রবীন তাঁতী, সাতছড়ি ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য বিপীন তাঁতী, পঞ্চায়েত সদস্য মিন্টু দাস ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা শিশুর জন্ম, বেড়েওঠা, বিকাশের ধাপ, অধিকার ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন। এছাড়া জন্মনিবন্ধনের প্রয়োজনীয়তা, নিয়ম কানুন, বাল্যবিবাহ ও মাদকের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রজেক্ট অফিসার নাজমুল হোসেন বক্তব্যে বলেন, জাতীয় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পিছিয়ে পড়া এইসব চা বাগানের লোকজনকে সঙ্গে নিতে হবে। তা নাহলে সামগ্রিক উন্নয়নের সুফল আমরা পাবো না। তাছাড়া টেকসই উন্নয়নের জন্য স্থানীয় জনগণের সচেতনতা খুবই জরুরী।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন