শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
মঙ্গলবার ২৮ মে পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম এর নির্দেশনায় গাজীপুর ডিবির মাদক বিরোধী স্পেশাল টীম অফিসার ইনচার্জ/মোহাম্মদ আফজাল হোসাইনের তত্বাবধানে এসআই(নিঃ)/সরোয়ার হোসেন এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে ১। শেখ সজীবুল হাসান সজীব (৩১), পিতা-মোহাম্মদ আলী শেখ ফরীদ, সাং-পাবুরিয়ার চালা, থানা-শ্রীপুর, ২। আলী হোসেন মোল্লা (২৫), পিতা-মতি মোল্লা, সাং-নলগাঁও খয়ড়াপাড়া, থানা-কাপাসিয়া, জেলা-গাজীপুরদ্বয়কে ২১৫(দুইশত পনের) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। গাজীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি মোহাম্মদ আফজাল হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।