গাজীপুর জেলা পরিষদ সদস্য শিমুলের উপর হামলা ও অপহরণের চেষ্টা

0
52

গাজীপুর অফিস:: গাজীপুরের জয়দেবপুর থানা থেকে বের হওয়ার পথে গাজীপুর জেলা পরিষদের নির্বাচিত সদস্য নুরুল ইসলাম শিমুল এর উপর অতর্কিত হামলা চালিয়ে অপহরণ করার চেষ্টা করে সন্ত্রাসীরা। এসময় নুরুল ইসলাম শিমুলের ডাক চিৎকারে আশেপাশের মানুষ ও থানা পুলিশ টের পেলে তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করে সন্ত্রাসীরা।

শনিবার ১৫ জুন মধ্য রাতে গাজীপুরের জয়দেবপুর থানার নতুন অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ’র সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে থানা থেকে বের হওয়ার সময় গাজীপুর জেলা পরিষদের নির্বাচিত সদস্য মোঃ নুরুল ইসলাম শিমুলের উপর থানা চত্ত্বরের ভিতরেই সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার বিষয়ে মোঃ নুরুল ইসলাম শিমুল জানান, জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ’র সাথে কথা বলে থানা থেকে বের হওয়ার মূহুর্তে নোমান, রাসেল, মনির হোসেনের নেতৃত্ব একদল সন্ত্রাসী তার উপর হামলা করে।এ বিষয়ে জয়দেবপুর থানায় অভিযুক্তদের আসামি করে লিখিত অভিযোগ করা হয়েছে।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ জানান, থানা চত্বরের বাহিরে হামলার ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন