নড়াইলে সংখ্যালঘু কলেজছাত্রীকে ধর্ষন আড়াই মাসের গর্ভবতী: জোরপুর্বক অ্যাবরশন অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে

0
25

নড়াইলে সংখ্যালঘু কলেজছাত্রীকে ধর্ষন আড়াই মাসের গর্ভবতী: জোরপুর্বক অ্যাবরশন অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে

উজ্জল রায় নড়াইল থেকে:: নড়াইলে সংখ্যালঘু পরিবারের কলেজ পড়–য়া কন্যাকে একাধিকবার ধর্ষনের ঘটনা ঘটেছে। বখাটে মাকতুল কর্তৃক বার বার ধর্ষনের কারনে গর্ভবতী ওই কলেজছাত্রী জোরপূর্বক অ্যাবরশন করায় অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। মারাত্মক ধর্ষক বখাটে মাকতুল মোল্যা নড়াইল পৌর এলাকার ডুমুরতলা গ্রামের মুফা মোল্যার ছেলে। ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই কলেজছাত্রীর বাবা না থাকায় সে পারিবারিক কারনে মাঝে মধ্যে বাজারে আসে এবং লেখাপড়ার জন্য স্কুলে ও প্রাইভেট শিক্ষকের কাছে যাতায়াত করে। যাতায়াতের পথে তার উপর কুনজর পড়ে নড়াইল সদর হাসপাতাল গেটের চায়ের দোকানদার মুফা মোল্যার ছেলে মাকতুল মোল্যার। মাকতুল নানা ভাবে ওই কলেজছাত্রীকে ম্যানেজ করার চেষ্টা করে ব্যর্থ হয়। এক পর্যায়ে তাকে উত্যক্ত করতে শুরু করে। এতে ওই কলেজছাত্রী বিরক্ত হয়ে বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেয়। কিন্তু বাবা না থাকায় সন্ত্রাসী মাকতুলের ভয়ে ওই কলেজছাত্রী বিষয়টি গোপন রাখে। এরই মধ্যে মাকতুল সুযোগ মতো ওই কলেজছাত্রীকে একা পেয়ে জিম্মি করে তার বন্ধুর বাড়ি নিয়ে ধর্ষন করে। ধর্ষনের ভিডিও ধারন করে রাখে। ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে ওই কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষন করে। এরই মধ্যে ওই কলেজছাত্রী গর্ভবতী হয়ে পড়ে। মাকতুলের কথায় নড়াইল সদর হাসপাতালের নার্স রুপাবতী ওই কলেজছাত্রীর আড়াই মাসের গর্ভজাত সন্তান গত ২৭ জুন অ্যাবরশন করে। অ্যাবরশনে অতিরিক্ত রক্ত ক্ষরণ হয়ে ওই কলেজছাত্রী অসুস্থ হয়ে পড়ে। লোক জানাজানির ভয়ে ও উন্নত চিকিৎসার জন্য কলেজছাত্রীকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। মারাত্মক অসুস্থ ওই কলেজছাত্রী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এদিকে, সন্ত্রাসী মাকতুলের নিকট হতে মোটা অংকের টাকা নিয়ে একটি চক্র এ বিষয়ে নিরব থাকার জন্য কলেজছাত্রীর মাকে চাপ দিচ্ছে। আর মাকতুল বখাটে সন্ত্রাসী বাহিনী নিয়ে কলেজছাত্রীর বাড়ির পাশ দিয়ে মহড়া দিচ্ছে। আর এ বিষয়ে মুখ না খোলার জন্য কলেজছাত্রীর পরিবারকে হুমকি দিচ্ছে। একদিকে মেয়ের শারিরিক অবস্থার অবনতি, অপর দিকে সন্ত্রাসীদের হুমকিতে কলেজছাত্রীর মা দিশেহারা হয়ে পড়েছেন। সচেতন মহল এ ব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন