সাইদুল ইসলাম রনি, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ কাপাসিয়া উপজেলার প্রাচীনতম ঐতিয্যবাহী রাণীগঞ্জ বাজারে ৩ বছর পর পর ব্যবসায়ী সমিতির নির্বাচন হওয়ায় ব্যাপকভাবে জমে উঠেছে ২০১৯ সালের এ নির্বাচন। তবে বিগত বছর তেমন অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি।
তাই সুষ্ঠু বাজার পরিচালনা ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে আগামী ২০ জুলাই অনুষ্ঠিত হচ্ছে বাজার পরিচালনা কমিটির নির্বাচন। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে এবং ব্যানারে ছেয়ে গেছে পুরো বাজার। ব্যবসায়ীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
২৯ জুন শনিবার বাজার সমিতির কার্যালয় থেকে সভাপতি পদে রাণীগঞ্জ প্রি-ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক খান ও সাধারণ সম্পাদক পদে কাপাসিয়া ডিগ্রী কলেজের প্রভাষক তাজুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
আগামী ৩০ জুন ৪টা পর্যন্ত মনোনয়ন বিক্রি শেষ। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১ জুলাই ৪ পর্যন্ত। মনোনয়ন পত্র বাছাই ৩ জুলাই। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ৪ জুলাই ৪ পর্যন্ত। প্রতীক বরাদ্দ ৬ জুলাই ও ২০ জুলাই শনিবার রাণীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির অফিস কক্ষে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনকে ঘিরে প্রার্থীরা সকাল থেকে গভীর রাত অবধি উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীদের দুয়ারে দুয়ারে। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জানা গেছে, নির্বাচনের লক্ষ্যে গত শনিবার (০৬ এপ্রিল) সকাল ৯টায় আহবায়ক কমিটি হয় প্রধান নির্বাচন কমিশনার করে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটি আগামী ২০ জুলাই ভোটগ্রহণের দিন ঘোষণা দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হোসেন, সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম, সদস্য মোঃ মোশারফ সোহেন, ফিরোজ মিয়া ও আতাব।
নির্বাচনে যেসব পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন প্রার্থীরা সভাপতি, সহ-সভাপতি(২জন), সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, সমাজসেবা সম্পাদক, ক্রিয়া ও নাট্য সম্পাদক ও সম্মানিত সদস্য (৪ জন) প্রতিদ্বন্দ্বিতায় করবেন।
নির্বাচনে প্রায় ৩শ’জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
বাজারের ব্যবসায়ীরা বলেন, বাজারে অতীব প্রয়োজন হলো নাইটগার্ড বৃদ্ধি করা, গণশৌচাগার বৃদ্ধি করা, নির্দিষ্ট স্থানে বাজারের ময়লা-আবর্জনা ফেলা ও নির্দিষ্ট স্থানে সিএনজি স্কুটার স্ট্যান্ড স্থাপন করা। নির্বাচনে যারা বিজয়ী হবেন আমরা চাই উন্নয়নের ক্ষেত্রে তারা এসব বিষয়কে প্রাধান্য দেবেন।
প্রধান নির্বাচন কমিশনার মোঃ তোফাজ্জল হোসেন বলেন, উৎসবমুখর পরিবেশে বাজারের নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।