জিএমপি’র কাশিমপুর থানায় মাদক বিরোধী অভিযানে গ্রেফতার-২

0
32

গাজীপুর অফিস:: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এর সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আনোয়ার হোসেন, পিপিএম বার, বিপিএম বার মহোদয়ের নির্দেশনায় কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জনাব আকবর আলী খান সাহেব এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে (১১ জুলাই বৃহস্পতিবার) রাতে অত্র থানার চৌকস পুলিশ অফিসার এসআই/এম.এম আলীম, এসআই/মোহাম্মদ মাহাবুব ও সঙ্গীয় ফোর্স সহ অত্র থানার হাতিমারা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আতিকুর রহমান’কে গ্রেফতার করেন। ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আতিকুর রহমান গাজীপুর মহানগর, কাশিমপুর থানার হাতিমারা উত্তরপাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে।পশ্চিম পানিশাইল এলাকা থেকে মোঃ লিটন’কে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত মোঃ লিটন (২০) ঢাকা জেলার আশুলিয়া থানার গনকপাড়া (শিমুলিয়া) মৃত আব্দুল মজিদ এর ছেলে। সে গাজীপুর মহানগর, কাশিমপুর থানার উত্তর পানিশাইল বারেকের বাড়ীতে ভাড়াটিয়া বাসায় থেকে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে কাশিমপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী আতিকুর ও লিটন’কে (১২ জুলাই শুক্রবার) বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে কাশিমপুর থানা পুলিশ।।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন