কালীগঞ্জে বাহাদুরসাদী ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0
54

আহাম্মদ আলী,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ১ ও ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বাহাদুরসাদী রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের মাঠে ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম পর্বে বাহাদুরসাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. লাল মিয়া মেম্বারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. কামরুল ইসলাম। বাহাদুরসাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.সিরাজুল ইসলাম মাষ্টারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুলাল, জামালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. নাজমুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মো. আরিফ হাসান প্রমুখ।
বাহাদুরসাদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ধনঞ্জয় পাল ও সাধারন সম্পাদক পদে মো. মনির হোসেন কিরনকে নির্বাচিত করা হয়। ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে আবুল হোসেনকে আর সাধারন সম্পাদক পদে মো. বাছেদ শেখকে নির্বাচিত করা হয়েছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন