জি নিউজ ডেস্ক: গত ২৩ জুলাই দুপুর ১৫০০ ঘটিকা থেকে ২১০০ ঘটিকায় সাভার থানাধীন কাউন্দিয়া বালুর মাঠের মধ্যে ঘাসের মধ্য থেকে লুকানো অবস্থায় বিশ(২০) বোতল ফেন্সিডিল সহ নবী হোসেন নামে একজনকে গ্রেফতার করে র্যাবের একটি চৌকস আভিজানিক দল।
পরবর্তীতে মাদক ব্যবসায়ীর তথ্য অনুযায়ী মিরপুর-১ এর শাহ আলী পাইকারী মার্কেটের আন্ডারগ্রাউন্ডের একটি দোকানের শাটারের মধ্যে লুকানো অবস্থায় আরো ত্রিশ(৩০) বোতল ফেন্সিডিল সহ টোকন মিয়া(৩৮) নামের আরো একজনকে গ্রেফতার করা হয়।এঘটনায় সাভার মডেল থানা ও শাহ আলী থানায় পৃথক মামলা করা হয়।সহকারী পুলিশ সুপার রিফাত এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।।