আহাম্মদ আলী,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
‘পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে’ বিষয়ক গুজবে বিভ্রান্ত ও ভীত না হওয়ার জন্য এবং গুজব প্রতিহত করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্র-শিক্ষকদের সাথে মতবিনিময় ও সচেতনতামূলক কর্মসূচি পালন করছেন কালীগঞ্জ থানা পুলিশ। গতকাল বুধবার সকালে গাজীপুরের কালীগঞ্জ থানার উদ্যোগে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ (আর.আর.এন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে এবং তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয়ে থানার উপপরিদর্শক (এসআই) চন্দন দে ও সহকারী উপপরিদর্শক(এএসআই) মো. আজগর হোসেন গুজবে কান না দেয়ার জন্য বিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের সাথে মতবিনিময় ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেন। ‘ গুজব ছড়াবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না’-এই ¯েøাগানকে সামনে রেখে উপজেলার জুড়ে মাইকিং ও জামালপুর বাজার, দোলানবাজার ও বক্তারপুর বাজারে সচেতনমূলক পথসভা করেছেন কালীগঞ্জ থানা পুলিশ। এছাড়া কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ, কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ, সেন্ট মেরীস স্কুল এন্ড কলেজ, বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালীগাঁও উচ্চ বিদ্যালয়সহ ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষকদের সাথে মতবিনিময় ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেন কালীগঞ্জ থানা প্রশাসন।
পাইলট স্কুলে সচেতনমূলক সভায় ছাত্র-শিক্ষকদের উদ্দেশ্যে থানার উপপরিদর্শক (এসআই) চন্দন দে বলেন,পদ্মা সেতুকে ঘিরে কিছুদিন ধরেই সারাদেশে ছেলেধরা আতঙ্কে ভুগছে অভিভাবকরা। ছোট ছেলেমেয়েরা স্কুলে যেতে ভয় পাচ্ছে। অভিভাবকরা তাদের সন্তানদের একা বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছেন এবং স্কুলে পাঠিয়ে চিন্তায় থাকেন। মাথা কাটার গুজব সম্পূর্ণ মিথ্যা। সাহস নিয়ে স্কুলে আসা-যাওয়া করতে হবে। সবাইকে ছেলেধরা গুজবে কান দিয়ে গণপিটুনি না দিতে এবং কাউকে সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
কালীগঞ্জ থানার ওসি মো. আবু বকর মিয়া বলেন, ছেলেধরা গুজবটা বর্তমানে ভাইরাল হয়েছে। ছেলেধরা ও মাথা লাগবে এটা নিছক গুজব। এর জন্য অভিভাবকদের সচেতন হতে হবে। গুজবে কান না দিয়ে তাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে হবে। শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকদের সচেতন করার জন্য পুলিশের উদ্যোগে ১২ শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা ও মাইকিং ও বাজারগুলোতে পথসভা করা হচ্ছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বাররা তাদের এলাকায় জনসাধারন ও অভিভাবকদের সচেতন করতে এগিয়ে আসার আহবান জানান তিনি।