শ্রীপুরে ট্রাকের চাপায় নিহতের সংখ্যা বেড়ে দুই

0
310

শ্রীপুরে ট্রাকের চাপায় ভ্যান চালাক সহ নিহতের সংখ্যা দুই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মসিংহ মহাসড়কের পশ্চিম পাশে শিশুতোষ বিদ্যালয় সংলগ্ন ট্রাক চাপায় ছাত্তার মিয়া (৩৮) ঘটনাস্থলেই নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হওয়া সুমন মিয়া ( ৩৪ ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান । মাওনা ফাঁড়ি থানার এস আই হরিদাস পাল বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এ পর্যন্ত দুজন নিহত হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্তারের বাড়ি বরিশালে। তিনি জৈনাবাজার এলাকায় ভাড়া থেকে একটি চা’য়ের দোকান চালাতেন। পাশাপাশি ভ্যান গাড়ির চালিয়েও জীবিকা নির্বাহ করতেন। আপর নিহত সুমন মিয়া ( ৩৪ ) গাইবান্ধা জেলার গবিন্দগঞ্জ উপজেলার পােচরসহড় গ্রামের ছাইদুর রহমানের ছেলে । এ ঘটনায় আহত চাঁন মিয়া ( ২৪ ) নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ঝিগাতলা গ্রামের আছর ।

স্থানিয়রা জানান, ঘটনার সময় রাস্তার পাশে জামাল নার্সারি থেকে ভ্যানে গাছের চারা উঠাচ্ছিল ভ্যান চালক ছাত্তার মিয়া। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মসিংহগামী একটি রড বোঝাই মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৭-৫০১০) ভ্যানটিকে চাপা দেয়। ভ্যান চালক ছাত্তার মিয়া ঘটনাস্থলে নিহত হন। আহত অপর ব্যক্তিকে স্থানিয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

নিহত সুমনের ট্রাকের ড্রাইভার মতিউর রহমান বলেন , ২৪ আগস্ট নােয়াখালীর চৌমহােনী থেকে ভাংগা কাঁচের টুকরা ভরে জৈনাবাজার মেসার্স বিল্লাল এন্টারপ্রাইজে মাল আনলােড করার ছিল , কিন্তু মেসার্স বিল্লাল এন্টারপ্রাইজ খোঁজতে গিয়ে আমার মহাজন মালের চালান হাতে নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক চাপা দেয় , ট্রাকে চাপা দেওয়ায় গুরুতর আহত হন তিনি , পরে আহত অবস্থায় প্রথমে ভালুকা হাসপাতাল পরে ঢাকা মেডিকেল নেওয়ার পথে রাস্তায় তিনি মারা যান ।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, শনিবার বিকেলে মহাসড়কের জৈনাবাজার এলাকার শিশুতোষ বিদ্যানিকেতনের পাশের জামাল নার্সারী থেকে কিছু গাছের চারা ভ্যান গাড়িতে তুলছিলেন।এসময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যান। ২৫ আগষ্ট হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যুর খবর পেয়েছি। এঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছে। এ ঘটনায় ট্রাক ও ট্রাকের ড্রাইভারকে আটক করা হয়েছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন