শ্রীপুরে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-২
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
শনিবার ২৪আগষ্ট পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম নির্দেশে ও আমীনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি এর সার্বিক দিক নির্দেশনা মোতাবেক গাজীপুর ডিবির মাদক বিরোধী স্পেশাল টীম গোপন সংবাদের ভিত্তিতে অফিসার এসআই (নিঃ)/মফিজুর রহমান মল্লিক এর নেতৃত্বে শ্রীপুর থানাধীন কেওয়া পূর্ব খন্ড সাকিনন্থ কলমবিয়া নির্মানাধীন ফেক্টারীর উত্তর পার্শ্বে মোশারফ হোসেন এর মটর সাইকেল গ্যারেজ পূর্ব পার্শ্বে ফাঁকা জায়গায় উপর অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে মাদক ক্রয় বিক্রয়কালে মাদক ব্যবসায়ী ১। মোঃ রাকিব হাসান (২০), পিতা-মোঃ কুদ্দুস আলী, সাং-কেওয়া বাজার, পোঃ-কেওয়া বাজার, ২। মোঃ রাসেল মিয়া (২৫), পিতা-মোঃ জয়নাল আবেদীন, সাং-কেওয়া উত্তর খন্ড, পোঃ-কেওয়া বাজার, উভয় থানা-শ্রীপুর, জেলা- গাজীপুরদেরকে গ্রেফতার করে।
পরে গ্রেফতারকৃত মোঃ রাকিব হাসান এর হেফাজত থেকে ১৫ (পনের) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যবলেট ও মোঃ রাসেল মিয়া এর হেফাজত থেকে ১০ (দশ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যবলেট উদ্ধার করা হয়। ২৫ আগষ্ট এই সংক্রান্তে এসআই(নিঃ)/মফিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে শ্রীপুর থানার মামলা নং-৮২ দায়ের করা হয়।