জি নিউজ ডেক্সঃ ঢাকা মহানগর নাট্যমঞ্চে কারাবন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তির দাবিতে প্রতীক অনশন কর্মসূচি পালন করছে বিএনপি।
সোমবার (৯ জুলাই) সকাল সোয় ৯টা থেকে এই প্রতীকী অনশন কর্মসূচি শুরু হয়েছে।একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ কর্মসূচি উপলক্ষে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মহানগর নাট্যমঞ্চে জড়ো হয়ে প্রতীক অনশন চালিয়ে যাচ্ছে।