রাজাখালীর শীর্ষ সন্ত্রাসী মামুন অস্ত্র-গুলি সহ গ্রেফতার ; এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

0
21

রাজাখালীর শীর্ষ সন্ত্রাসী মামুন অস্ত্র-গুলি সহ গ্রেফতার ; এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

জি নিউজ: গত ২২-০৯-২০১৯ খ্রিঃ তারিখ রাত ০৭:২০ ঘটিকার সময় বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকায় থানার শীর্ষ সন্ত্রাসী ও দশ মামলার আসামী মামুনের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে বিচারাধীন মামলার অন্যতম সাক্ষী জিয়াউল হক ৥ জিয়া (৩০)কে মধ্যযুগীয় কায়দায় বাসা হইতে ডেকে নিয়ে এলোপাতাড়ী চাকু দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।

তাৎক্ষনিক জিয়াকে চমেক হাসপাতালে মুমুর্ষ অবস্থায় ভর্তি করে এবং বাকলিয়া থানার পুলিশ সদস্য নিজেদের রক্ত দিয়ে কোন রকমে বেঁচে রাখে। বর্তমানে জিয়া চমেক হাসপাতালে ক্যাজুয়ালিটি বিভাগে মৃতুর সাথে পাঞ্জা লড়ছে। উক্ত ঘটনার পর হইতে টিম বাকলিয়ার সদস্যরা গতকাল কোতোয়ালী থানা এলাকা হইতে দলনেতা মামুনকে গ্রেফতার করে এবং তার নিজের দখল রাজাখালী হইতে ক) একটি দেশীয় তৈরি লোহার তৈরী এলজি বন্দুক, যাহা কাঠের বাট সহ লম্বা অনুমান ১৩.৫ ইঞ্চি, খ) ০৩(তিন)রাউন্ড কার্তুজ, গ) একটি লোহার তৈরী কিরিচ, যাহা কাঠের বাটসহ লম্বা অনুমান ২৮.৫ ইঞ্চি, ঘ) একটি লোহার তৈরী কিরিচ, যাহা কাঠের বাটসহ লম্বা অনুমান ২০.৫ ইঞ্চি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের নাম, মোঃ মামুন(৩৭), পিতা-আমজু মিয়া @ আনজু মিয়া, সাং-রাজাখালী ফায়ার সার্ভিস, বাচ্চু বাপের বাড়ী, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম।

উক্ত আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একডজনের বেশি মামলা বিচারাধীন আছে। সে পুলিশ সুপার বাবুল আকতার এর স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী এহতেশামুল হক ভোলা ৥ ভোলাইয়া সেকেন্ড-ইন-কমান্ড বলিয়া জানা যায়। উক্ত আসামী এলাকার চিহ্নিত চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসী হিসেবে এলাকায় জনশ্রুতি রহিয়াছে। তাহার গ্রেফতারে এলাকার জনসাধারণের মাঝে স্বস্তি নেমে আসে এবং এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করা হয়।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন